বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের আয়োজনে গাজীপুরে আন্তর্জাতিক মূকাভিনয় দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান হয়।

মঙ্গলবার গাজীপুর প্রেসক্লাব সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের সভাপতি, মূকাভিনয় শিল্পী রিজোয়ান রাজন।

আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুরের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, সহ সভাপতি সৈয়দ মুখছেদুল আলম লিটন, নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন, জাতীয় কবিতা পরিষদ গাজীপুরের সভাপতি কবি নাসির খান তপন, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রুবেল, দফতর সম্পাদক শাহজাহান শোভন।

আলোচনা সভায় বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের দফতর সম্পাদক নাদিম মোড়ল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম সঞ্চালনা করেন।

আলোচকগণ বিশ্বমূকাভিনয় দিবসের পর্যালোচনা তুলে ধরে মূকাভিনয় জনক মার্সেল মার্সোর জীবনী নিয়ে আলোকপাত করেন। আন্তর্জাতিক মূকাভিনয় দিবস এর আলোচনা একসময় প্রতিবাদ সমাবেশে রুপনেয়। গাজীপুরের শহীদ মিনার এর বেড়িকেট কে কেন্দ্র করে।

উল্লেখ্য, গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও সংলগ্ন মুক্তমঞ্চ কে নিরাপত্তার অজুহাতে বাউন্ডারি করে বন্দি করে দিচ্ছেন স্থানীয় প্রশাসন। সাংস্কৃতিক কর্মীরা শহীদ মিনারের অবমুক্ত দাবি জানায় এবং এই আন্দোলনের সাথে একমত পোষণ করেন বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদ।