বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পাঁচ দিনব্যাপী জাতীয় মূকাভিনয় কর্মশালা ১৬ মে ২০২২ জাতীয় নাট্যশালায় সমাপ্ত হয়েছে। সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইটিআই বাংলাদেশ চ্যাপ্টারের সাধারন সম্পাদক নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ। এছাড়া পাঁচ দিনব্যাপী কর্মশালার বিভিন্ন পর্যায়ে যাঁরা প্রশিক্ষণ প্রদান করেছিলেন যথাক্রমে নাট্যজন জাহিদ রিপন, কবি সাহেদ কায়েস, মূকাভিনেতা শহিদুল মুরাদ এবং নৃত্যশিল্পী আল মাসুম সবুজ এর উজ্জ্বল উপস্থিতি ছিল।
কর্মশালা সমন্বয়ক ও প্রশিক্ষক রিজোয়ান রাজনের পরিচালনায় সমাপনী আয়োজনে সভাপতিত্ব করেন সুদূর আমােরিকা থেকে স্কাইপিতে যুক্ত হয়ে কর্মশালা পরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদা। এছাড়াও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের নির্বাহী সদস্য জুয়েনা শবনম, বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের অর্থ সম্পাদক শিশির শিকদার এবং বাংলাদেশের মূকাভিনয়ের প্রথম শিল্পী দেওয়ান মামুন এর আলোকিত উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করেছিল।
প্রধান অতিথি নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বলেন, বাংলাদেশে শিল্পচর্চা হল দেশের হয়ে জনগণকে সেবা প্রদান করা এবং নিরবচ্ছিন্নভাবে এই কাজটা দেশের মঙ্গলের জন্য করে যেতে হবে।
বিশেষ অতিথি নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ বাংলাদেশের মূকাভিনয় চর্চার একাল সেকাল নিয়ে আলোচনা করেন।
সমাপনী আয়োজনের সভাপতি ও বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদা বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং আজকের এই আয়োজন সফল করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোট পনেরজন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন এবং তারা ঢাকার বিভিন্ন নাট্য ও মূকাভিনয়দলের সাথে যুক্ত। সনদ প্রদান শেষে মূকাভিনয়শিল্পী শহিদুল মুরাদ মূকাভিনয় প্রদর্শন করেন। পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহসভাপতি সোলেমান মেহেদী সক্রিয়ভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।
পরিশেষে কর্মশালা সমন্বয়ক এবং বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের সম্পাদক রিজোয়ান রাজন সুন্দর ও সৃজনশীল এই আয়োজনের সমাপ্ত ঘোষণা করেন।