বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র রংপুর বিভাগে আয়োজন করতে যাচ্ছে “বাঙলা মূকাভিনয় কর্মশালা। আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কর্মশালাটি চলবে। কর্মশালা শেষে সনদ প্রদান করা হবে। বাংলা অঞ্চলের রূপ, বৈচিত্র, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় ধারা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিক এই আয়োজনে আগ্রহীদের সাদর আমন্ত্রণ রইল।
কর্মশালার কোর্স পরিচালক হিসাবে যুক্ত আছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। রংপুর বিভাগের এই আয়োজনে সহযোগিতা করছে “নন্দন ( অভিনয় ও মূকাভিনয় স্কুল)। সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সংগঠক ও মূকাভিনয়শিল্পী জাহিদ রবি। নিবন্ধনের জন্য যোগাযোগ করার অনুরোধ রইল +8801718729556 নম্বরে।