মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্ত্বাবধানে ঢাকায় বাঙলা মূকাভিনয়ের প্রযোজনা কেন্দ্রিক কর্মশালা শুরু হয়েছে।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতোমধ্যে দেশের পাঁচটি বিভাগে বাঙলা মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে কর্মশালা সম্পন্ন করেছে। আজ ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযোজনা কেন্দ্রিক কর্মশালার মাধ্যমে বাঙলা মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের প্রচেষ্টা হিসাবে একটি প্রযোজনা মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে যা ১২ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ছটায় ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।
এ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালার নিবন্ধন (ফিস মুক্ত) এখনও চলছে। শুধুমাত্র মূকাভিনয় চর্চার সাথে যুক্তরা কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। ইতোমধ্যে দেশব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মশালা পরিচালনা ও প্রযোজনা নির্মাণ করবেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক, মাইম আইকন কাজী মশহুরুল হুদা। উল্লেখ্য জনাব হুদা আশির দশকে আইটিআই এর বৃত্তি নিয়ে আমেরিকায় মূকাভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং গবেষণায় নিয়োজিত হন। কর্মশালার ব্যাপারে বিস্তারিত জানতে এবং কর্মশালায় নিবন্ধন করার জন্য সমন্বয়কারী মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের সাথে (০১৭১৪০৬৫৩৫৩ নম্বরে) যোগাযোগ করার অনুরোধ রইল।
বার্তা প্রেরক
রিজোয়ান রাজন।