“বাঙলা মূকাভিনয় সন্দেশ” বাংলার মূকাভিনয়ের খবর নিয়ে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে।
মাইম আইকন কাজী মশহুরুল হুদা, নাট্যগবেষক কামরুল হাসান খান, মূকাভিনয় চিন্তক সোহাগ আশরাফের  লেখাগুলো আপনার জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করবে নিশ্চয়।

এছাড়া রবীন্দ্রনাথ এবং জসীম উদদীনের দুটি কালজয়ী স্মরণীয় প্রবন্ধ বাঙলা নাট্য সম্বন্ধে আপনার ক্ষুধা বাড়িয়ে দিবে এ কথা আমি হলপ করে বলতে পারি।

আর দেরি কেন? আজই আপনার কপির জন্য যোগাযোগ করুন…
বি.দ্র: দ্বিতীয়বারের মত মূকাভিনয় পত্রিকা সম্পাদনা করতে পেরে আমি আনন্দিত। সকলের সহযোগিতায় আমি ধন্য।