বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রের মহাপরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদা বাঙলা মূকাভিনয় বিনির্মাণে গবেষণামূলক ভিডিও নির্মাণের কাজ করছেন।

সবাইকে সাথে নিয়েই চলবে বাঙলা মূকাভিনয়ের এ কার্যক্রম। একক কোন প্রচেষ্টা নয়, সকলে মিলেই একটি লক্ষ্যে এগিয়ে যাবে বাঙলা মূকাভিনয়। সকলের অংশগ্রহণ একান্ত কাম্য। বাঙলা মূকাভিনয় নিয়ে আপনাদের যে কোন প্রশ্নের উত্তর পর্ব থাকবে আগামীতে।