বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে দেশব্যাপী আয়োজন করা হয়েছে ‘বাঙলা মূকাভিনয় প্রতিযোগিতা- ২০২৪’। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশের ইতিহাস, ঐহিত্য, চলমান ঘটনা, প্রাত্যহিক জীবনের গল্প ও দেশজ সংস্কৃতির আলোকে বিষয়বস্তু ও উপস্থাপনা ভিডিও আকারে পাঠাতে হবে মূকাভিনয় শিল্পীদের। সর্বোচ্চ ৪ মিনিটের (একক) ভিডিও থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচন করা হবে।
প্রথম তিনজনকে আকর্ষনীয় পুরস্কার প্রদানসহ সকল প্রতিযোগীর জন্য থাকবে সৌজন্য পুরস্কার।
অভিজ্ঞ বিচারক প্যানেল কর্তৃক সর্বোচ্চ মান বিবেচনায় বিজয়ী ঘোষণা করা হবে। যা বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের ফেসবুক পেইজ, ইউটিউব এবং ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
প্রধান বিচারক হিসেবে থাকবেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা, মহাপরিচালক বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র।
বিস্তারিত যোগাযোগ: সোলেমান মেহেদী, পরিচালক (যোগাযোগ) বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র। ফোন নং- ০১৭১১ ২০৪৪৪88
ইতোমধ্যে যারা ভিডিও জমা দিয়েছেন তাদের সকলকে অগ্রীম অভিনন্দন। বিচারক প্যানেলের কাছে যথা শীঘ্রই ভিডিওগুলো পৌঁছে দেওয়া হবে।
এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ নির্মাণে আগ্রহী সকলকে এগিয়ে আসার বিনীত অনুরোধ রইল।