মূক ভাষায় বাঙলা মূকাভিনয়- বিনির্মাণে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের সৃষ্টি হয়েছে।
আমরা বাঙলা মূকাভিনয় বিনির্মাণে বাংলাদেশের মূকাভিনয় শিল্পী আন্তর্জাতিক অগ্রজ মাইম আইকন কাজী মশহুরুল হুদা সাথে রূপরেখা প্রণয়নে অংশগ্রহণ করছি।
যারা বাঙলা মূকাভিনয় গবেষক হিসাবে আমাদের সাথে অংশগ্রহণ করে ঐতিহাসিকতায় যুক্ত হতে আগ্রহী তাদেরকে নিয়মাবলী অনুযায়ী আবেদন করার অনুরোধ রইল।
(বয়স- ১৮+, কমপক্ষে ৫ বছর মূকাভিনয়ের অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কলেজ গ্র্যাজুয়েট)।
গবেষণালব্ধ কর্মসূচী গবেষক হোয়টসআপ গ্রুপের মাধ্যমে সদস্যদের কাছে পৌঁছনো হবে।
আসুন, বাংলাদেশের সংস্কৃতিতে নতুন সংযোজনে অংশগ্রহণ করি।