মূকাভিনয়ে মুখর হোক সিলেট বিভাগ। বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে বাঙলা মূকাভিনয় কর্মশালা ২০২২ আয়োজন করা হয়েছে।
২৯ থেকে ৩১ আগষ্ট ২০২২ সিলেটের সারদা হল, সম্মিলিত নাট্য পরিষদ এর মহড়া কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালার পরিচালক হিসেবে থাকছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। প্রধান প্রশিক্ষক থাকছেন মূকাভিনয় শিল্পী রিজোয়ান রাজন।
এছাড়াও ভিন্ন মাধ্যমের জাতীয়স্তরের প্রশিক্ষকরাও ক্লাস পরিচালনা করবেন।
সমন্বয়কারী হিসেবে থাকছেন ধ্রুব জ্যোতি দে।
কর্মশালার বিষয়বস্তু: মূকাভিনয়ের প্রাথমিক ধারণা, মূকাভিনেতার প্রত্তুতি, ট্র্যাডিশনাল মাইম, বাঙলা মূকাভিনয়, মূকাভিনয় অনুশীলন, তাল-লয়-ছন্দ, ভাব-রস, গল্প নির্মাণ ও উপস্থাপন।
আয়োজন করেছে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র। সহযোগিতায় থাকছে- প্যান্টেমাইম সিলেট। যোগাযোগ- ০১৭১২ ৩৩০২৬০, ০১৭১৪ ০৬৫৩৫৩